শুক্রবার, ২৯ অক্টোবর, ২০১০

মধ্যযুগীয় মননের অভ্যন্তরে – ০৩


"মধ্যযুগ" শব্দবন্ধের ধারণাটি সঙ্গত কারণেই ঘৃণিত। সেটি ছিলো ধর্মবিশ্বাস, অজ্ঞানতা ও কুসংস্কারের সবচেয়ে "গৌরবোজ্জ্বল সময়। মানুষের যুক্তিবুদ্ধি দাবিয়ে রাখা হয়েছিল। বিজ্ঞানের অগ্রযাত্রা রোধ করতে অত্যাচার ও হত্যাকাণ্ডসহ যাবতীয় অপকর্ম সাধিত হয়েছিলে ধর্মের নামে।

সেই মধ্যযুগীয় মানসিকতাটি কেমন ছিলো? জানতে হলে অবশ্যদ্রষ্টব্য বিবিসি-র তৈরি চার পর্বের এই ডকুমেন্টারি। একঘণ্টার তৃতীয় পর্বের নাম - বিশ্বাস। বাকি এক পর্ব? একটু ধৈর্য ধরতে হবে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন