বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০১০

বিশ্বাসে বিষ শ্বাসে


অন্ধ ধর্মবিশ্বাস মানুষের মন থেকে মানবতা মুছে ফেলে। ধ্বংস করে ফেলে সাধারণ বোধ-বিবেচনাশক্তি। ঈশ্বর বা ধর্মের নামে যে কোনও কুকর্ম করতে সে এতোটুকু কুণ্ঠিত হতে হয় না। জানি, এসবই জানা কথা। তবু পুনরাবৃত্তি করতে হলো এই ভিডিওটি দেখে। 

ঘৃণা প্রচারে ও প্রকাশে অক্লান্ত, কুখ্যাত Westboro Baptist Church-এর প্যাস্টরের পুত্রের মুখেই শোনা যাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন