রবিবার, ৩ অক্টোবর, ২০১০

ধর্মানুভূতির আঘাতপ্রাপ্তি


ধর্মের সমালোচনায় ধর্মানুভূতি "আঘাতপ্রাপ্ত" হয়, কখনও কখনও "আহত"-ও হয় (নিহত যে কেন হয় না!) বলে শোনা যায়। আবার এই স্পর্শকাতর অনুভূতিই কিন্তু ভোঁতা হয়ে নিষ্ক্রিয়, সাড়াহীন পড়ে থাকে ধর্মগুলোর অনাচারের সময়। 

রিচার্ড ডকিন্স বলছেন, কখন-কখন আমাদের অনুভূতি আঘাতপ্রাপ্ত হওয়া উচিত।

প্রসঙ্গত, তিনি নাকি চুইংগাম পছন্দ করেন না, আরও পছন্দ করেন না backwards pointing baseball hats। শুনে মজা লাগলো। আমি কিন্তু দুটোই ভালো পাই 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন