আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ৩ অক্টোবর, ২০১০

ধর্মগুলোর বিজ্ঞানবিরোধিতা


ধর্মগুলোর সারশূন্যতা ও ভুয়াত্ব বারবার প্রমাণ করেছে বিজ্ঞান। আর তাই বিজ্ঞান ধর্মের অন্যতম প্রধান শত্রু। ধর্মের কারণে বিজ্ঞানের অগ্রগতি নিয়মিতভাবে ব্যাহত হয়েছে এবং এখনও হয়ে চলেছে। ধর্মবাজদের হাতে বিজ্ঞানীরা নিগৃহীত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নিহত হয়েছেন। আবার এই ধর্মগুলোই বিজ্ঞানের যাবতীয় সুফল ভোগ ও ব্যবহার করে বেহায়া-নির্লজ্জের মতো, আর স্তুতি গায় ভগবানেশ্বরাল্লাহর, যদিও এই তথাকথিত সর্বশক্তিমান ও তার পিতা-পিতামহের কোনও ভূমিকাই নেই বৈজ্ঞানিক অগ্রযাত্রায়। ব্যাপারটা অনেকটা এরকম:


কোথায় যেন পড়েছিলাম, "পৃথিবীতে ধর্ম বলে কিছু না থাকলে কলম্বাস আমেরিকা নয়, চাঁদে যেতেন"। 

গত ২১ সেপ্টেম্বর বিবিসি প্রচার করলো প্রায় একঘণ্টার একটি ডকুমেন্টারি: The End of God?: A Horizon Guide to Science and Religion.

উত্তর ইতিবাচক জেনেও রিচার্ড ডকিন্স যেমন তাঁর সাড়া-জাগানো ডকুমেন্টারির জিজ্ঞাসাবোধক নাম দিয়েছিলেন "দ্য রুট অভ অল ইভল?", এই ডকুমেন্টারির নামটিও রাখা হয়েছে প্রশ্নবোধক: "দি এন্ড অভ গড?"।

ডকুমেন্টারির চারটি পর্বই জুড়ে দেয়া হয়েছে প্লেলিস্টে।



ডাউনলোড লিংক (৭৪৬ মেগাবাইট):

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন