বহু শতবার তাঁকে বলা হয়েছে "আমেরিকার শ্রেষ্ঠতম জীবন্ত ঔপন্যাসিক"। আমেরিকার উল্লেখযোগ্য সাহিত্য-পুরস্কারগুলোর সবক'টিই পেয়েছেন। নোবেল পুরস্কার পাই-পাই করেও পাননি কয়েক বছর। এ বছরেও যেমন। তাঁর নাম Philip Roth। বয়স ৭৭। এ যাবত প্রকাশিত বইয়ের সংখ্যা ৩১ (মাত্র! আমাদের দেশের নামজাদা ঔপন্যাসিকেরা এক বইমেলাতেই গোটা দশেক নামিয়ে দিতে পারেন!)।
এ মাসের তিন তারিখে দেয়া একটি সাক্ষাৎকারে ঈশ্বর বিষয়ক প্রশ্নের উত্তর তিনি দেন এভাবে:
When the whole world doesn't believe in God, it'll be a great place.
ভিডিওতে দেখুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন