ধর্ম ও বিজ্ঞানের পার্থক্য নামের পোস্টে পোস্টার দেইখা ধর্মানুনুভূতিতে আঘাত পাইয়া আহত এক ঈমানদার ভাই (তার নিক দেইখা ডরাইসি: Thinker) আমারে ব্যাপক গালিগালাজ করলো আর এই মর্মে জ্ঞান দান করলো যে, তালিবানের সাথে ইসলামের কুনো সম্পর্ক নাই। "ভাবুক" ভাইজানে বলার পর আমিও ভাইবা দেখলাম, ভাইজান ঠিক কথাই কইসে। নাস্তিকেরা আসলেই ভুদাই। তালিবানেরা তো আসলে বেবাকেই নাস্তিক। তারা যা কিছু করে, তা করে নাস্তিক্যবাদের নামে, রিচার্ড ডকিন্সের নামে, ঠিক না? তাগো ট্রেনিং ক্যাম্পে জঙ্গিগো প্রধান পাঠ্য বই অর্থাৎ কোরান হইলো ডকিন্সের গড ডিলিউশন। এর বাইরে তারা হিচেন্স আর হ্যারিসের বইগুলাও পড়ে হাদিস হিসাবে (হিচেন্স, হ্যারিস, হাদিস - সবই "হ" দিয়া শুরু)।
তাই কইতে চাই, হে আহাম্মক নাস্তিকের দল, আপনেরা এর পর থিকা ভুইলাও কইবেন না যে, তালিবানের সাথে ইসলামের কুনো যোগাযোগ আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন