সম্ভাব্য সব ধরনের প্রচারের অধিকার সমস্ত ধর্মের আছে বলেই বোধ হয়। তাদের সর্বব্যাপী প্রচারণায় উৎপীড়িত হতে হতে অভ্যস্ত হয়ে পড়েছে আমাদের চক্ষু-কর্ণ । অথচ ধর্মের এই আগ্রাসী প্রচারের প্রেক্ষাপটে নেহাতই নিরীহ নিরীশ্বরীয় প্রচারে ধর্মবিশ্বাসীদের প্রতিক্রিয়ায় চমকে উঠতে হয়। সহিষ্ণুতার সোল এজেন্সির দাবিদার ধার্মিকদের প্রতিবাদ, ক্ষোভ, গালিগালাজ ও হুমকির মুখে পড়ে পৃথিবীর বিভিন্ন শহরে টাঙানো ধর্ম-অসমর্থিত বাক্যসম্বলিত বিলবোর্ড ও ব্যানারগুলো।
সাম্প্রতিকতম ঘটনা। American Atheists নামের প্রতিষ্ঠান বিলবোর্ড ঝুলিয়েছে:
ব্যস, শুরু হয়ে গেছে!
গতকাল পাঁড় খ্রিষ্টানদের চ্যানেল ফক্স নিউজে ডেকে আনা হয়েছিল এই সংগঠনের সভাপতিকে। তিন মিনিটের উপভোগ্য ভিডিও দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন