বুধবার, ১৭ নভেম্বর, ২০১০

ধর্ম মানুষের জন্যে?


প্রতিবন্ধী শিশুদের একটি আবাসিক স্কুলের সঙ্গে মামলা করে স্কুলের কাছ থেকে ডাইনিং হল, জিমনেশিয়াম ও ওয়ার্কশপের তিনটি দালান হাতিয়ে নিচ্ছে... বলুন দেখি, কে বা কারা? পারলেন না? স্থানীয় চার্চের এক nunnery (বাংলা কী হবে, জানি না)। 

খবরের গুগলকৃত অনুবাদ পড়ুন এখানে

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পার্থিব ধন-সম্পদলোলুপতা দেখে একটি বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে, ধর্মযাজকগুলো প্রকৃতপক্ষে ব্যবসায়ী, এবং সাধারণ মানুষদেরকে পরকালের প্রলোভন দেখালেও তারা নিজেরা স্পষ্টভাবেই জানে পরকাল ব্যাপারটি কতো ভুয়া ও অবাস্তব। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন