মঙ্গলবার, ২ নভেম্বর, ২০১০

চার্চ কর্মকর্তার কীর্তি

এক খ্রিষ্টার চার্চ কর্মকর্তার কীর্তি শুনুন। ধর্মপ্রাণ সেই ব্যক্তি নিজের মেয়ের ওপরে যৌননিপীড়ন চালিয়ে তাকে বাধ্য করতো ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করতে। ভাবটা এমন, যেন পাপ করেছে বালিকাটি! এই কাজ সে চালিয়েছে মেয়েটির পাঁচ থেকে শুরু করে এগারো বছর বয়স পর্যন্ত। 

ইহজগতে তাকে জেলে পাঠানো হয়েছে। মাত্র তিন বছর চার মাসের জন্য। তবে নিরন্তর ঈশ্বরবন্দনার কারণে পরকালে নিশ্চয়ই তাহার জন্য অপেক্ষা করিতেছে অনন্তকালীন খ্রিষ্টীয় স্বর্গ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন