রবিবার, ২১ নভেম্বর, ২০১০

এতোদিনে অরিন্দম


সেই কুত্তা সেই গু খাইলো, খালি খাওয়ার আগে মাখায়া খাইলো!

কনডম প্রশ্নে ক্যাথলিক চার্চের অনড় অবস্থানটি ছিলো রীতিমতো মানবতাবিরোধী। এইডস জর্জরিত আফ্রিকায় গিয়ে বর্তমান ভ্যাটিকানরাজ ঘোষণা দিয়েছিল, কনডম ব্যবহারে এইডসে আক্রান্ত হবার ঝুঁকি বাড়ে। শালাকে জাস্ট এই কারণে জেলে ঢোকানো দরকার ছিলো!

পোপ এবার ঘোষণা দেবে, এইডসে "আক্রান্ত হবার ঝুঁকি হ্রাস করতে" কনডম ব্যবহার করা যাবে। 

সে এবং তার সাগরেদরাও অ্যাদ্দিন ধইরা কনডমবিরোধী কুযুক্তির বন্যা বইয়া দিতেসিল। এখন সেই নির্লজ্জরা নেড়ি কুত্তার মতোন লেজ পিছনের দুই পায়ের মধ্যে ঢুকাইয়া কী বলবে, ভাবতে ইচ্ছা করতেসে। 

এই সুমতিটা কেন যে আগে হয়নি তাদের! তাদের ধর্মীয় গোঁড়ামি আর হঠকারিতার কারণে নিশ্চয়ই ঝরে গেছে কতো বিশ্বাসীর প্রাণ, আরও কতোজন আক্রান্ত হয়েছে প্রাণঘাতী এই ব্যাধিতে! শশশালারা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন