প্রতি বছর গড়ে এক লাখ লোক হজে যায়। মাথাপিছু খরচ তিন লাখ টাকা। সর্বমোট তিন হাজার কোটি টাকা! এত্তোগুলো টাকা আমরা সৌদি সরকারকে দিয়ে এক লাখ পাপমুক্ত (!!!) মানুষ পাই।
পাপমুক্ত মানুষগুলো কেন বোঝে না, তাদের এই টাকার ওপরে সৌদি সরকারের চেয়ে বাংলাদেশের না খেতে পাওয়া মানুষগুলোর অধিকার অনেক বেশি!!
জেনে রাখা ভালো, উপরোক্ত টাকার পরিমাণটি বাংলাদেশের সর্বমোট বাজেটের ২.৬৭%-এর সমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন