রবিবার, ২৮ নভেম্বর, ২০১০

ভুডু – ভূতুড়ে এক ধর্মের নাম


কিছু ভূতুড়ে, রহস্যময় এবং প্রায়শই ভয়াবহ রিচ্যুয়াল হিসেবে ভুডু অনেকের কাছেই পরিচিত। তবে আফ্রিকার বেনিনে ভুডু যে সরকারীভাবে ধর্ম হিসেবে স্বীকৃত, তা আমার জানা ছিলো না। ধর্মের নানান দাবি ও প্রস্তাব যতো উদ্ভট ও নির্মমই হোক না কেন, সেগুলো নিঃশর্ত মেনে নেয়াই ধর্মবিশ্বাসীদের বৈশিষ্ট্য। ব্যতিক্রম নেই ভুডু-অনুসারীদের ক্ষেত্রেও। ধর্মবিশ্বাস প্রকৃতপক্ষেই মানুষের সুস্থ ও স্বাভাবিক বিচারবুদ্ধি ধ্বংস করে দেয়। এর পক্ষে ভুরি-ভুরি উদাহরণ দেয়া সম্ভব। ভুডু ধর্মের ক্ষেত্রেই দেখুন, এই ধর্মে বিশ্বাসীরা পরিবারের সুখ-সমৃদ্ধি আনার লক্ষ্যে নিজেদের সন্তানদের হত্যা করতে দ্বিধা করে না (এটাকে নবী ইব্রাহীম সিনড্রোম বলা যায়?)! ভাবতে পারেন! বিশ্বাসের কী মহিমা! ধর্মের নামে সন্তান হত্যার রীতি অন্য ধর্মগুলোয় হয়তো নেই। তবে অন্যদের হত্যা করার বিধান তো প্রধান ধর্মগুলোতেও মহাসমারোহেই বিদ্যমান। এছাড়া ধর্মেজোশে বলীয়ান হয়ে আত্মাহুতি দেবার রীতি বা ঐতিহ্যের কথা তো আমরা জানিই।

আল-জাজিরার তৈরি ২৪ মিনিটের ভুডু বিষয়ে ভিডিও দেখুন। বড়োই বেদনাবহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন