বুধবার, ১৭ নভেম্বর, ২০১০

বালকের স্বর্গদর্শন


আল্যার দুনিয়ায় এতো বোকা*োদা কইত্তে আসে? চার বছরের পোলা মৃত্যুর মুখ থিকা ফিরা আইসা নাকি বলতেসে, সে বেহেশত দেখসে। এবং সে বর্ণনাও দিতেসে পুরাদমে। আর সেইসব শুইনা ধর্মবিশ্বাসীগো ঈমান উত্থিত হয়া যাইতেসে। 

গোটা দুই উদাহরণ দেই। সে কইতেসে, সে আল্যারেও দেখসে। ব্যাটায় নাকি বিশাল! তার সাইজ এতোই বড়ো যে, সে এই দুনিয়াটারে দুই হাত দিয়া ধরতারে। আর যিশুর চেহারা নাকি ইট্টু রাফ-টাইপ তয় দয়ামাখা। সে হাসি দিলে পুরা বেহেশত আলোকিত হয়া ওঠে (ধর্মপচারকের প্রশ্ন: বাকি টাইম কি লোডশেডিং?)। ভাইবা দ্যাখেন, দুনিয়াজোড়া বোকা*োদারা এই জাতীয় বল্দার্গু  আহা-উহু কইয়া গিলতেসে। 

পোলায় একখান বইও লেইখা ফালাইসে! বইয়ের প্রচ্ছদখান দ্যাখেন বামে। আমার তো রীতিমতোন ধারণা, পুরা ঘটনাই পোলার বাপ-মায়ের ব্যবসায়িক বুদ্ধির ফসল। পোলাডা এইখানে স্রেফ টাকা ইনকামের "নির্দোষ" মাধ্যম। এবং এই বয়সেই তার মগজখান উত্তমরূপে ধোলাই করা হইসে।

ইউটিউবে এই ভিডুর নিচে পাবলিকে যেইসব কমেন্ট করসে, সেইখান থিকা বাইছা বাইছা কিছু কমেন্ট তুইলা দিলাম। ভিডুটা দেইখা ওইগুলা পড়লে চ্রম মজা পাইবেন।


এইবার মন্তব্যগুলান পড়েন।

# Wow. This child is so obviously reciting the terminology his parents told him to say so that they can make money on a bullshit book..."Jesus had sea blue eyes that lit up the heavens." Are you fucking kidding me? And why didn't the child talk for himself about what he saw? Why, rather than "I saw my family, God, Jesus, all of them!" did he not mention these specifics until prompted to address them individually by the reporter? This just has "money grubbing bullshit" written all over it.

# Of course heaven is real! It's the titty bar down by the airport. This is sickening how obviously they're lying.

# And HOW COME he did not stay in heaven? If it's such a blissful place?

# HAHAHAHAH - BULLSHIT!! - Dad feeds him a story then writes a book about it as a cash in!!!!

# 'well........jesus had sea blue eyes and smile that light up the heaven'. Sound foxy to me, why do people subject a child to such abuse?

# The lady from fox is all wet .... ! 

# wow, this kind of brain washing should be considered child abuse. 

# personal experience doesn't count as evidence/proof of something. This whole thing is nonsense, nothing more

# thought the book's cover said "Heaven is for dummies."

আরও বহুত আছে, পইড়া শেষ করতে পারি নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন