বুধবার, ৩ নভেম্বর, ২০১০

এক হালি সুসমাচার


১.
সুস্থ বিচারবুদ্ধিসম্পন্ন আরবীয় এখনও আছে। এক সৌদি প্রিন্স আমেরিকার বিতর্কিত গ্রাউন্ড জিরো মসজিদ নির্মাণের বিরোধিতা করেছেন। প্রথম আলো ছোট্ট করে খবরটি ছেপেছে। বিশদ জানতে এখানে ক্লিক করুন।

২. 
আছে প্রগতিবাদী সেনাবাহিনীও। রাষ্ট্রপতির স্ত্রী হিজাব পরে উপস্থিত থাকবে বলে সেই অনুষ্ঠান বর্জন করেছে তুরস্কের শীর্ষ সেনা কর্মকর্তারা। সেনাবাহিনীর জেনারেলরা হিজাবকে ধর্মনিরপেক্ষতার জন্য হুমকি বলে মনে করেন। এই খবরও প্রথম আলোয় প্রকাশিত। আরেকটু বিস্তারিত খবর এখানে

৩. 
অন্যদের দুর্দশায় আনন্দ প্রকাশ করাটা শোভন নয়, জানি, তবে মন খুশি হয়ে উঠলে সেটা আমার দোষ? শেয়ারবাজারে ধ্বস নামার কারণে আয়ারল্যান্ডের চার্চ সতেরো মিলিয়ন ডলার হারিয়েছে  

৪.
হল্যান্ডের Friesland অঞ্চলের ৭০০টি চার্চের ১০০টি বন্ধ করে দিতে হচ্ছে। ব্যবসা মন্দা গেলে কী করার আছে আর! বিশ্বাসীদের সংখ্যা কমে আসছে, কমে আসছে চার্চের আয়। আহারে! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন