সোমবার, ২২ নভেম্বর, ২০১০

আরব দেশে নারীর দশা – ০৫

ইসলামে নারীকে নিচুশ্রেণীর প্রাণী হিসেবে গণ্য করা হয়। কোরানের আয়াতগুলো পড়লে এই কথাই স্পষ্ট হয়ে ওঠে যে, নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের প্রয়োজনে এবং নারী পুরুষের প্রায় যথেচ্ছ ব্যবহার্য সামগ্রীর মতো। 

আরব দেশগুলোতে নারীদের অবস্থা বিশেষভাবে মর্মান্তিক। নারীদের দুর্দশার প্রতিফলন ঘটানো কিছু কার্টুন সেই দেশগুলোর পত্র-পত্রিকায় হঠাৎ-হঠাৎ প্রকাশিত হয়। সেসবের সংকলন নিয়েই এই সিরিজ।


সূত্র: Al-Gumhouriyya, মিসর
প্রকাশকাল: ১৯ সেপ্টেম্বর, ২০০৭
"তুমি তাঁকে বিয়ে করবে, কথা শেষ। তোমার বাবা তাঁকে কথা দিয়েছেন।"

সূত্র: Al-Madina, সৌদি আরব
প্রকাশকাল: ২৭ মে, ২০০৭
মহিলার হাতে ধরা ফোল্ডারে লেখা: ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। ডানদিকের সাইনবোর্ডে লেখা: চাকরি, বামপাশে কালোয় লেখা সাইনবোর্ডে লেখা: উচ্চতর শিক্ষা এবং কমলা রঙের সরল পথের শেষে লেখা: বিবাহ।

সূত্র: Al-Watan, সৌদি আরব
প্রকাশকাল: ২৪ আগস্ট, ২০০৭
"তালাক!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন