বুধবার, ২৪ নভেম্বর, ২০১০

হিচেন্সের অংশগ্রহণে সাক্ষাৎকার ও বিতর্ক


সাক্ষাৎকার

ক্যান্সারাক্রান্ত ক্রিস্টোফার হিচেন্স এতোটুকুও হারাননি নিজের অবস্থান, যুক্তির তীক্ষ্ণতা ও রসবোধ। সম্প্রতি অস্ট্রেলিয়ার এবিসি চ্যানেলে তাঁর লম্বা সাক্ষাৎকার সেটাই প্রমাণ করে। দুই দিনে নেয়া এই সাক্ষাৎকারের প্রথম দিনের শেষে সাক্ষাৎকারগ্রাহক যখন বললেন, আগামীকাল কথা হবে, তখন হিচেন্স উত্তরে যা বললেন, তা জানতে হলে দ্বিতীয় ভিডিওর শেষাংশটুকু দেখতে হবে 

আর চার পর্বের সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে


বিতর্ক 

ইনটেলিজেন্ট ডিজাইনের সমর্থক উইলিয়াম ডেম্বস্কির সঙ্গে দীর্ঘ বিতর্ক। দেখে উঠতে পারিনি বলে কোনও মন্তব্য করছি না। উৎসাহীরা এখান থেকে দেখা শুরু করতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন