"বিল কসবি শো" এবং "কসবি শো" নামের দু'টি সিটকম বানিয়ে তুমুল লোকপ্রিয়তা পেয়েছিলেন বিল কসবি। খ্যাতিমান ছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবেও। তাঁর পরিচয় আসলে ব্যাপক: কমেডিয়ান, অভিনেতা, লেখক,টিভি প্রযোজক, শিক্ষক, সুরকার...।
যদ্দূর মনে পড়ে, বিটিভিতেও এক সময় দেখানো হতো তাঁর শো।
তিনিও নুহ নবীর কালের কথিত মহাপ্লাবন নিয়ে রঙ্গ করেছেন (যুক্তিবোধসম্পন্ন যে-কোনও মানুষেরই তা করার কথা)। ঈশ্বরের সঙ্গে নুহের মহাপ্লাবন- ও নৌকানির্মাণপূর্ব সংলাপ কল্পনা করে নিয়ে অভিনয় করে দেখাচ্ছেন তিনি। তাঁর অভিব্যক্তি এবং চাউনি দেখার মতো! বড়োই মজাদার
প্রায় আট মিনিটের আরও একটি "ভিডিও" পেলাম। পরিবর্ধিত। তবে ভিডিও সেটি আদতে নয়। অডিও। ওপরের ভিডিও দেখার পরে বিল কসবির আচরণ কল্পনা করে নিয়ে শুনলে বেশ লাগবে। বিফলে মূল্য ফেরত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন