মুভি দেখার অভ্যেস আমার নেই বললেই চলে। তবু ক'দিন আগে হঠাৎ করে দেখা হয়ে গেল এক কানাডীয় ছবি "আই কিল্ড মাই মাদার"। নামটিই শুধু ভয়ঙ্কর, আদতে কেউ কাউকে হত্যা করে না ছবিতে। মা আর ষোলো বছর বয়সী ছেলের জটিল সম্পর্কের কাহিনী শুধু।
একটু আগে খবরে পড়লাম, এক লোক তার মাকে সত্যি সত্যিই খুন করেছে। ঘাতক একজন অভিনেতা এবং সে অভিনয়ও করেছে Ugly Betty নামের সিরিয়ালে। খবরটির বৈশিষ্ট্য হলো, খ্রিষ্টধর্মবিশ্বাসী ঘাতক তিন ফুট লম্বা তরবারি হাতে নিয়ে জিকির করার মতো করে বলছিলো মায়ের উদ্দেশ্যে: Repent! Repent! Repent! এবং মা যিশু ও ঈশ্বরে বিশ্বাস করে কি না, সেই প্রশ্ন করতে করতে সে হত্যা করে মাকে।
কিছুই বলার নেই!
পুনশ্চ. কিছুটা সময় আগে ভুডু - ভূতুড়ে এক ধর্মের নাম নামের পোস্ট দেয়ার পর এই খবরটি চোখে পড়লো!
কিছুই বলার নেই!
পুনশ্চ. কিছুটা সময় আগে ভুডু - ভূতুড়ে এক ধর্মের নাম নামের পোস্ট দেয়ার পর এই খবরটি চোখে পড়লো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন