সোমবার, ২৯ নভেম্বর, ২০১০

হ্রস্বরসবাক্যবাণ – ০১

(নিশ্চয়ই নির্ধর্মীগণের মস্তিস্কে প্রায়শই ছোটোখাটো দু'একটি ধর্মধোলাই-বাক্য বা আইডিয়া ঝিলিক দিয়া ওঠে। তোমরা তাহা তৎক্ষণাৎ লিপিবদ্ধ করিয়া ধর্মকারীতে প্রেরণ করিয়া অশেষ ছওয়াব হাছিল করো। অন্যথায়, হে নির্ধর্মীসকল, ইহ- ও পরকালে তোমাদিগের জন্য অপেক্ষা করিতেছে অনন্ত নরকভোগ।)

লিখেছেন ধ্রুব তারা
আজ তাঁর জন্মদিনও। ধর্মকারীর পক্ষ থেকে তাঁকে অভিনন্দন। 

১. 
আমাদের সমাজে ধর্মকে আক্রমণ করে কথা বলার অধিকার মানুষের না থাকলেও মানুষকে আক্রমণ করার এবং আক্রমণ করার কথা বলার পূর্ণ অধিকার ধর্মের রয়েছে।

২.
স্রষ্টা সাহেবকে বাংলা চলচিত্রের ভিলেনের মতো মনে হয়। নায়িকা ভিলেনের সাথে প্রেম না করলে ভিলেন নায়িকাকে ধর্ষণ করে আর স্রষ্টাকে 'ভাল না বাসলে' স্রষ্টা মানুষকে নরকের আগুনে পোড়ায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন