মূলত পুরুষদের দখলে থাকা দর্শনতত্ত্বে তিনি অনায়াসে করে নিতে পেরেছিলেন নিজের স্থান। ছিলেন আপাদমস্তক যুক্তিবাদী। অভিনব ও মৌলিক চিন্তাধারা ছিলো তাঁর প্রধান অস্ত্র।
নাম তাঁর আইন র্যান্ড (Ayn Rand)। গত শতকের অন্যতম ও বহুলপঠিত দার্শনিক। এ ছাড়াও তাঁর পরিচয় ছিলো ঔপন্যাসিক, নাট্যকার ও চিত্রনাট্যকার হিসেবে।
জন্মেছিলেন ১৯০৫ সালে। রাশিয়াতে। ১৯২৬ সালে চলে যান আমেরিকায়।
যুক্তিবাদী বলেই আইন র্যান্ডের বিশ্বাস ছিলো না ধর্ম বা ঈশ্বরে। তাঁর চাঁছাছোলা বক্তব্যসমৃদ্ধ সাক্ষাৎকারের ভিডিও দেখার আগে তাঁর বিভিন্ন রচনা ও বক্তব্য থেকে কিছু উদ্ধৃতি দেয়া যাক।
* Ask yourself whether the dream of heaven and greatness should be waiting for us in our graves - or whether it should be ours here and now and on this earth.
* Reason is not automatic. Those who deny it cannot be conquered by it. Do not count on them. Leave them alone.
* There are two sides to every issue: one side is right and the other is wrong, but the middle is always evil.
* ... the alleged short-cut to knowledge, which is faith, is only a short-circuit destroying the mind.
* Faith, as such, is extremely detrimental to human life: it is the negation of reason. But you must remember that religion is an early form of philosophy, that the first attempts to explain the universe, to give a coherent frame of reference to man's life and a code of moral values, were made by religion, before men graduated or developed enough to have philosophy. And, as philosophies, some religions have very valuable moral points. They may have a good influence or proper principles to inculcate, but in a very contradictory context and, on a very - how should I say it? - dangerous or malevolent base: on the ground of faith.
* If I were to speak your kind of language, I would say that man's only moral commandment is: Thou shalt think. But a 'moral commandment' is a contradiction in terms. The moral is the chosen, not the forced; the understood, not the obeyed. The moral is the rational, and reason accepts no commandments.
* Faith is the worst curse of mankind, as the exact antithesis and enemy of thought.
* When I die, I hope to go to Heaven, whatever the Hell that is.
* When I die, I hope to go to Heaven, whatever the Hell that is.
এবারে দেখা যাক তাঁর তিনটি সাক্ষাৎকারের ছোট্ট একটি সংকলন। মাত্র সাত মিনিটের। দেখা উচিত বলেই মনে করি। তবে তাঁর রুশ-অ্যাকসেন্টগ্রস্ত ইংরেজি দুর্বোধ্য মনে হলে এখানে গিয়ে ট্র্যান্সক্রিপ্টসহ দেখে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন