মঙ্গলবার, ২ নভেম্বর, ২০১০

আরব দেশে নারীর দশা – ০৩

ইসলামে নারীকে নিচুশ্রেণীর প্রাণী হিসেবে গণ্য করা হয়। কোরানের আয়াতগুলো পড়লে এই কথাই স্পষ্ট হয়ে ওঠে যে, নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের প্রয়োজনে এবং নারী পুরুষের প্রায় যথেচ্ছ ব্যবহার্য সামগ্রীর মতো। 

আরব দেশগুলোতে নারীদের অবস্থা বিশেষভাবে মর্মান্তিক। নারীদের দুর্দশার প্রতিফলন ঘটানো কিছু কার্টুন সেই দেশগুলোর পত্র-পত্রিকায় হঠাৎ-হঠাৎ প্রকাশিত হয়। সেসবের সংকলন নিয়েই এই সিরিজ।

সূত্র: Al-Yawm, সৌদি আরব
প্রকাশকাল: ৩০ জুলাই, ২০০৭
খাঁচার ওপরে লেখা: কিছু প্রথা ও ঐতিহ্য

সূত্র: Al-Watan, কুয়েত
প্রকাশকাল: ৮ সেপ্টেম্বর, ২০০৭
গর্ভস্থ সন্তানের গায়ে লেখা: নারী

সূত্র: Syria News, সিরিয়া
প্রকাশকাল: ২১ জুন, ২০০৭
আরব সমাজে নারী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন