রবিবার, ২৬ ডিসেম্বর, ২০১০

ক্রিসমাসের বিরুদ্ধে নাস্তিকদের যুদ্ধ?


খ্রিষ্টানদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, নাস্তিকেরা নাকি ক্রিসমাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কেমন সে যুদ্ধ? নিরীহ নিরীশ্বরীয় বাণীর বিলবোর্ড টাঙানো, টিভি চ্যানেলে গিয়ে বিতর্কে অংশ নেয়া... এসবই তো! কিন্তু প্রকৃত যুদ্ধ কেমন হওয়া উচিত, তা দেখিয়ে দিচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীরা। 

ভারতে হিন্দু জঙ্গিরা ক্রিসমাস ক্যারল গায়ক-গায়িকাদের পিটিয়েছে। কারণ খ্রিষ্টানদের গাওয়া ভক্তিগীতি হিন্দুদের ধর্মাননুভূতিকে আহত করেছে!

ওদিকে ব্রিটেনে এক নিষিদ্ধ ইসলামী দল বের করেছে ক্রিসমাস-বিরোধী পোস্টার। সেটির ভাষা দেখুন শুধু!


অথচ দোষ হয় কি না নাস্তিকদের!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন