বিশ্বের সর্ববৃহৎ ইসলামী দেশ ইন্দোনেশিয়ার ছুপা নাস্তিকদের নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। সেটিতে বলা হয়েছিল তাদের ভার্চুয়াল তৎপরতার কথা।
ইন্দোনেশিয়ারই আরেকটি পত্রিকার রিপোর্টে দেখা যাচ্ছে, জাকার্তায় সরব ও সক্রিয় নির্ধার্মিকেরাও আছে, যারা ভীতি ও হুমকির মুখেও মত প্রকাশে দ্বিধান্বিত নয়। মূলত তরুণেরা, যারা অনুসন্ধিৎসু, পাঠ্যপুস্তকবহির্ভূত পড়াশোনাও যাদের যথেষ্ট, ধর্মবিশ্বাসের অন্ধকার থেকে বেরিয়ে আসছে।
পুরো লেখাটিই পড়ে দেখা যেতে পারে। সেখান থেকে একটি উদ্ধৃতি দিই শুধু। টিটো ত্রিপুত্র নামের একজন প্রশ্ন করছে, “If God does exist and there are six legitimate religions in Indonesia, then can I say there are six Gods in this country?”
এই প্রশ্নের উত্তর কী?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন