শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০১০

ব্ল্যাসফিমেরিক ০২

(ব্ল্যাসফিমাস লিমেরিক - এই দুই শব্দ থেকে বানানো একটি নতুন শব্দ "ব্ল্যাসফিমেরিক", এবং এই নাম দিয়ে শুরু করা হলো ছড়া সিরিজ। বলে রাখা প্রয়োজন, সব ছড়া লিমেরিক না-ও হতে পারে। আর আল্লাহ চাহে তো সিরিজটি নিয়মিত ও দীর্ঘ হবে। 
অপ্রাপ্তমনস্কদের দূরে গিয়ে কোরান পড়ার আহ্বান জানাচ্ছে ধর্মপচারক। কারণ এখানে আছে )

লিখেছেন আশেকে রাসূল

দুইখানা গদি জুড়ে শুয়ে থাকে মেজদা
আনমনে সারাদিন করে যায় সেজদা
যদি দেখে কোনো ফাঁকে পড়শিনী খুকুরে
একটানে দেয় দাদা সরাসরি রুকু রে
এরপর করতেই হয় মোরে মোনাজাত
রহমত বর্ষিত হয় সবই সোনাজাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন