বুধবার, ২৯ ডিসেম্বর, ২০১০

স্বেচ্ছাসেবক চাই


হে পাপিষ্ঠ পাঠকেরা,

ধর্মকারীতে প্রকাশিতব্য প্রচুর মালমশলা (ক্রমবর্ধমান) আর আইডিয়া (নিত্যনবায়িত) মাথায় নিয়ে বসে আছি। কিন্তু বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় পাচ্ছি না। তাই প্রয়োজন হয়ে পড়েছে কিছু সাহায্যকারী হাতের - খণ্ডকালীন বা নিয়মিত। খুব শ্রমসাধ্য ও সময়সাপেক্ষ নয়, এমন কিছু অনুবাদকর্মের জন্যে সপ্তাহে অন্তত দু'-এক ঘণ্টা ব্যয়ে আপত্তি না থাকলে সক্ষম ও আগ্রহীরা dhormockery অ্যাট gmail.com ঠিকানায় যোগাযোগ করুন। 

ধর্মকারীর জন্যে স্বেচ্ছাসেবকদের (বলা উচিত - স্বেচ্ছাঅনুবাদকদের) সম্পূর্ণ অবৈতনিক ও নিঃস্বার্থ এই অবদান আল্লাহতায়ালা নিশ্চয়ই অপুরস্কৃত রাখিবেন না।

ভবদীয়,
ধর্মপচারক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন