প্রতি বছর শীতকালে সুইডেনের প্রত্যেক শহরে বরফের ভাস্কর্য নির্মাণ করা হয়ে থাকে। সেটাই ঐতিহ্য। তো এবারে অতিকায় একটি ভাস্কর্য বানানো হয়েছে। শুয়োরের। চার গজেরও বেশি উঁচু। ওজন কয়েক টন।
এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, এই ভাস্কর্য কাদের ধর্মানুনুভূতিতে আঘাত হেনেছে! শুধু আঘাত নয়, সব মুসলিমকে নাকি অপমানিত করা হয়েছে এই ভাস্কর্যের মাধ্যমে!
শুয়োরের মাংস তারা খাবে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু আল্লাহর তৈরি জীবকে এতো ঘৃণা করার কারণটা একেবারেই বোধগম্য নয়। আর তার চেয়ে বড়ো কথা, নেহাত নির্দোষ একটি ভাস্কর্যে গায়ে পড়ে অপমানকর উপাদান আবিষ্কার করার মতো গাধামি তারা কি কখনও ত্যাগ করতে পারবে না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন