বুধবার, ১৫ ডিসেম্বর, ২০১০

ক্রিসমাস – ক্রয়ের মাস


ক্রিসমাস আসলে কেনাকাটার মাস, ব্যবসায়ীদের প্রিয় মাস।



ঈশ্বরবন্দনা প্রকাশের সময় খ্রিষ্টানেরা অনেক সময়েই Hallelujah বলে হাঁক দিয়ে ওঠে। এই একই নামে খুব খ্যাতনামা একটি কোরাসও আছে। শোনা না থাকলে এখানে ক্লিক করে অন্তত কিছুটা শুনে নিন। প্যারোডি শুনতে গেলে মূল গান সম্পর্কে ধারণা না থাকলে পূর্ণ রসাস্বাদন সম্ভবপর হবে না।

প্যারোডির নাম: Holiday loot। বিষয় ক্রিসমাসপূর্ব কেনাকাটা। প্রিয় কমেডিয়ান এডওয়ার্ড কারেন্ট একাই গেয়েছেন কোরাস! না, ভুল বলিনি। একক কণ্ঠে কোরাস! সঙ্গীতপ্রতিভাও তাঁর অসাধারণ! তব্দা খেয়ে গেলাম পুরা! 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন