শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০১০

সেইন্ট জুলিয়ান



জুলিয়ান অ্যাসালাঞ্জ সেইন্ট নাকি সেইটান, সেই হিসেবে না গিয়ে একটি কথা নিঃসন্দেহে বলা যায়, তাঁর উইকিলিকস - সংবাদপ্রচারের ধরনে অভূতপূর্ব একটি মাইলফলক। 

তাঁকে ও উইকিলিকসকে নিয়ে একটি ডকুমেন্টারি দেখা যাক। যথাসাধ্য নৈর্ব্যক্তিকভাবে নির্মাণ করা বলেই মনে হলো। উইকিলিকস-এর ইতিহাস এবং নেপথ্য কাহিনী ছাড়াও এতে আছে কিছু ভয়াবহ ভিডিও ফুটেজ, যেগুলো দেখে স্রেফ শিউরে উঠেছি। 

ধর্মকারীর চরিত্রের সঙ্গে একেবারেই সামঞ্জস্যহীন এই ডকুমেন্টারি পোস্ট করে ব্লগের চরিত্রহানির দায় স্বীকার করে নিচ্ছি আগেভাগেই 


উৎসাহীরা দেখতে পারেন অ্যাসাঞ্জের গ্রেপ্তার পূবর্বতী লন্ডনভিত্তিক কার্যক্রম বিষয়ক আরেকটি ডকুমেন্টারি। পঁচিশ মিনিটের। এমবেড করার অপশন না থাকায় এখানে গিয়ে দেখতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন