অবিশ্বাসীরা নরকের আগুনে পুড়বে অনন্তকাল ধরে - এই জাতীয় খ্রিষ্টীয় বাণীসম্বলিত অজস্র বিলবোর্ড ছড়িয়ে-ছিঁটিয়ে আছে গোটা আমেরিকায়, সেসব কারুর আপত্তিকর মনে হচ্ছে না, তবে অবিশ্বাসীরা যেই না বসিয়েছে নিরীহ নিরীশ্বরীয় বাণীর একটিমাত্র বিলবোর্ড, ব্যস, ঈশ্বরঅন্তপ্রাণ খ্রিষ্টানদের ঘুম হারাম হয়ে গেছে। নভেম্বরের ২৩ তারিখে এই বিলবোর্ড ঝোলানোর পর উদ্যোক্তা-প্রতিষ্ঠানের সভাপতি ডেভিড সিলভারম্যানকে ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন রেডিও-টিভি-পত্রিকার মুখোমুখি হতে হয়েছে বহু-বহুবার (একটি উদাহরণ)। ১৪ তারিখ তাঁর জন্যে ছিলো প্রেসমুক্ত দিন।
আসলে বিশ্বাসের ভিত্তি পোক্ত না হলে যুক্তির সামান্য টোকাতেই ভড়কে যাওয়াটা অসম্ভব নয়। এবং ভড়কে গিয়ে ট্রাক ভাড়া করার প্রয়োজনও হতে পারে
প্রমাণ দেখুন। টেক্সাসের চারটি বাসে সাঁটা হয়েছে নিরীশ্বরবাদী বিজ্ঞাপন (Millions of Americans are Good without God)। প্রতিপক্ষও বসে নেই! এই সামান্য কথায় ঘাবড়ে গিয়ে তারা কী উদ্যোগ নিয়েছে, বলুন তো? সেই চারটি বাসের একটির পেছন-পেছন সর্বক্ষণ ঘুরছে একটি ট্রাক! সেটির গায়ে লেখা: I still love you. -God।
দু'টি টিভি চ্যানেলের রিপোর্ট দেখুন এক ভিডিওতে:
পাগলাটে তবে ঘোর যুক্তিবাদী AMAZING ATHEIST-এর চাঁছাছোলা প্রতিক্রিয়া শুনুন এ ব্যাপারে। দুর্দান্ত ভিডিও। অবশ্যদেখিতব্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন