যুক্তির সামনে পড়লে বিশ্বাস নিশ্চয়ই আতঙ্কিত হয়ে পড়ে। নইলে নিরীশ্বরবাদীদের নিরীহ বাণীসম্বলিত একটি বিলবোর্ড নিয়ে তাদের মধ্যে এতো প্যানিক সৃষ্টি হবার কারণ কী? হাজার-হাজার বিলবোর্ড ধর্মবিশ্বাস প্রচার করে চলেছে, তা নিয়ে নির্ধর্মীদের শঙ্কিত হতে দেখেছে কেউ? আসলে You know, it's a myth - এই সরল কথাটি ঠিক যেন উইকিলিক্স-এর ভূমিকা পালন করছে।
সিএনএন ও ফক্স নিউজের রিপোর্ট দেখে বড়োই আমোদ পেলাম।
আরও একটি রিপোর্ট দেখুন বাসে ঝোলানো বিলবোর্ড বিষয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন