মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০১০

Ricky Gervais-এর কিছু কথা ও তাঁর বাইবেলপাঠ


প্রিয় ব্রিটিশ কমেডিয়ান Ricky Gervais-এর একটা লেখা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। লেকাটির নাম: "আমি কেন নাস্তিক"। কখনও কৈফিয়ত দিতে গিয়ে, কখনও নিজের অবস্থান বিশ্লেষণ করতে গিয়ে, কখনও "কারণ দর্শাও" জাতীয় প্রশ্নের উত্তরে লেখা এই জাতীয় অনেক রচনাই পড়েছি। Ricky Gervais খুব নতুন কিছু বলেছেন, তা নয়। তবে যা বলেছেন, বলেছেন খুব সরল ভাষায়, সহজ যুক্তিতে। যুক্তির পাশাপাশি বলেছেন তাঁর ওয়ার্কিং-ক্লাস পিতা-মাতার কথা, একরোখা বড়ো ভাইয়ের কথা, শৈশবে তাঁর ঈশ্বর-বিশ্বাসের কথা। বলেছেন বিশ্বাসমুক্তির আনন্দের কথা, তাঁর জীবনযাপন পদ্ধতির কথা, জীবনদর্শনের কথা। বড়ো অনাড়ম্বর, এবং সে-কারণেই আকর্ষণীয়, ভঙ্গিতে। 

লেখাটি তিনি শেষ করেছেন এভাবে: I’m good. I just don’t believe I’ll be rewarded for it in heaven. My reward is here and now. It’s knowing that I try to do the right thing. That I lived a good life. And that’s where spirituality really lost its way. When it became a stick to beat people with. “Do this or you’ll burn in hell.”

You won’t burn in hell. But be nice anyway.

লেখাটি পড়ার পরামর্শ রইলো। 

এর মধ্যে ধর্মকারীর পাঠক একলা চলো একটি ভিডিওর লিংক পাঠিয়েছেন, যেটির নাম দেয়া যেতে পারে: "Ricky Gervais-এর বাইবেলপাঠ"। ঈর্ষণীয়ভাবে ঈশ্বরপোন্দনের কারণে অতীব উপভোগ্য

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন