পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ লোক যিশুর অনুসারী। তাদের বিশ্বাস নিউ টেস্টামেন্টের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সেই গ্রন্থে উল্লেখ আছে যিশুর জন্ম, জীবন, মৃত্যু ও পুনর্জন্মের বিশদ বর্ণনা। সেই কথাগুলোকে নির্ভুল সত্য বলে জ্ঞান করে খ্রিষ্টানেরা। কিন্তু যিশু বলে কি সত্যিই কেউ ছিলেন? তাঁর অস্তিত্বের সপক্ষে কোনও প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে, নিউ টেস্টামেন্টের অধিকাংশ গল্পই চোথামারা বা রূপান্তরিত (adapted)। একটু ঘাঁটাঘাঁটি করলেই "যিশু" নামের চরিত্রকে কাল্পনিক বলে মনে হতে থাকে।
এ বিষয়ে দেখুন আরও একটি ডকুমেন্টারি।
সাইজ: ৫৫৪ মেগাবাইট
ডাউনলোড লিংক:
অথবা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন