বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০১১
কবি নাকি নবী
লিখেছেন লাইট ম্যান
ভবিষ্যতের দুশ্চিন্তায় মদন হয়েছে আকুল
কবি নাকি নবী - কোনটা বাছিবে, ভেবে নিয়তই ব্যাকুল
কবি হলে এই জগতে লভিবে পার্থিব সম্মান
নবী হলে পাবে ক্ষমতা তাহার বহু-বহু গুণ মহান।
কবি হলে অতি পরিশ্রম ছাড়া জুটিবে না কোনো কিছু
নবী হলে পাবে অনায়াসশ্রমে আরাধ্য বহু কিছু।
ইতিহাস ঘেঁটে মোদের মদন খুশি হয়ে পড়ে ভারি
ঐশীগ্রন্থ মানেই পুরনো পুরাণকাহিনী চুরি
বাইবেল-বেদ-কোরান-তৌরিত - নাও যে গ্রন্থখানি
চুরি করা সব কাহিনীকে সেথা বলেছে ঐশী বাণী।
স্পর্শ করিলে কবি একাধিক নারী - তা কেলেংকারী
নবী হলে পদে লুটিবে তরুণী-শিশু-বৃদ্ধার সারি।
এই ভাবনায় নিম্নাঙ্গতে শুরু হয় উত্থান
খুশির জোয়ারে তির তির কাঁপে সর্বাঙ্গ ও প্রাণ।
"বলিয়াছে ঈশ্বর" বলিয়া সে ছড়াবে নিজের কথা
মৃত্যু হলেও মূর্খ ভক্তকুল রবে যথাতথা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন