শৈশবে বিশ্বাসের বীজ মগজে পোক্তভাবে প্রোথিত হয়ে গেলে পরবর্তীকালে সেই বীজ থেকে ডালপালা গজিয়ে যাওয়া গাছের মূলোৎপাটন প্রায় অসম্ভব হয়ে পড়ে। বরং তা ক্রমশ রূপ নেয় মহীরুহের।
খ্রিষ্টীয় শিশুমস্তিষ্কপ্রক্ষালক কেন্দ্র "জিসাস ক্যাম্প" বিষয়ক একটি ডকুমেন্টারি পোস্ট করেছিলাম ধর্মকারীতে। সেটিতে এক বালক ছিলো। নাম Levi O'Brien। সে এখন বড়ো হয়েছে। তার এক মিনিটের একটি ভিডিও দেখে নিজেই সিদ্ধান্ত টানুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন