সন্তানের অসুখ হলে কিছু বিশ্বাসান্ধ পিতা-মাতা চিকিৎসাবিজ্ঞান ও ডাক্তারদের উপেক্ষা করে প্রার্থনাকেই শ্রেয় মনে করে থাকে। আসলে প্রার্থনায় কোনও ালটাও হয় না, এই অমোঘ সত্য গ্রহণে সবচেয়ে বড়ো বাধা হয়ে দাঁড়ায় ধর্ম।
এক চার্চের সদস্যা তার অসুস্থ পুত্রের চিকিৎসা না করিয়ে প্রার্থনার আশ্রয় নিয়েছে। কর্তৃপক্ষের তাগাদাকেও আমল দেয়নি। ফলাফল - ছেলেটির মৃত্যু।
চার্চের ওয়েসাইটে বলা আছে: If any be sick, call for the elders of the Church. Let them pray over him.
আরও একটি খবর। প্রার্থনাভিত্তিক চিকিৎসায় আস্থাবান এক নির্বোধ দম্পতি হারিয়েছে তাদের দু'বছর বয়সী পুত্রকে।
হায়, কে তাদের বোঝাবে...
শরীর অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের শরণ নেয়াই সুস্থ মস্তিস্কের পরিচায়ক। ঝাড়-ফুঁক, পানিপড়া, তাবিজ জাতীয় যাবতীয় বিশ্বাসভিত্তিক "চিকিৎসা"-র আরেকটি ধরন - প্রার্থনা (মিলাদ পড়ানো, কোরান খতম দেয়া)। বস্তুত সবই ভুয়া, অকার্যকর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন