সোমবার, ১০ জানুয়ারী, ২০১১

পচানোর জোয়ার


জোয়ার-ভাটার কারণ না-জানা পাঁড় খ্রিষ্টান টিভি-উপস্থাপকের কাহিনী গতকাল মাত্র ছড়িয়েছে নেটজুড়ে। এবং এরই মধ্যে বেতমিজ জনতা তাকে পচাতে শুরু করেছে। করবেই না বা কেন! ব্যাটায় বলে কিনা, জোয়ার আসে ও ভাটা নামে একদম নিয়মমাফিক এবং এর মাধ্যমেই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণিত হয়।

চারটি পোস্টার দেখুন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন