আব্রাহামিক ধর্মগ্রন্থগুলোর মধ্যে তৌরিত আর বাইবেল ঈশ্বরের অনুপ্রেরণায় মানুষের রচিত বলে ধরা হয়। শুধু কোরানকে আল্লাহর রচনা বলে দাবি করা হয় (সামান্য বোধবুদ্ধিসম্পন্ন মুসলমানও একটু চিন্তা করলে বুঝতে পারবেন, সর্বজ্ঞ ও সর্বক্ষমতাময়ের পক্ষে গুচ্ছের ইডিয়টিক আয়াত রচনা অসম্ভব)। আরও দাবি করা হয়ে থাকে, কোরান আদিকাল থেকে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে অবিকৃত আছে।
এ বিষয়ে একটি গবেষণার ফল দেখুন এবং মোছলমান ভাইদের জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন