শনিবার, ১৫ জানুয়ারী, ২০১১

কোরানের উৎস সন্ধানে


আব্রাহামিক ধর্মগ্রন্থগুলোর মধ্যে তৌরিত আর বাইবেল ঈশ্বরের অনুপ্রেরণায় মানুষের রচিত বলে ধরা হয়। শুধু কোরানকে আল্লাহর রচনা বলে দাবি করা হয় (সামান্য বোধবুদ্ধিসম্পন্ন মুসলমানও একটু চিন্তা করলে বুঝতে পারবেন, সর্বজ্ঞ ও সর্বক্ষমতাময়ের পক্ষে গুচ্ছের ইডিয়টিক আয়াত রচনা অসম্ভব)। আরও দাবি করা হয়ে থাকে, কোরান আদিকাল থেকে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে অবিকৃত আছে। 

এ বিষয়ে একটি গবেষণার ফল দেখুন এবং মোছলমান ভাইদের জানান। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন