অসাধারণ স্ট্যান্ড-আপ কমেডিয়ান জর্জ কারলিন-এর মৃত্যুর পর Westboro Baptist Church-এর প্রধান একটি ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন, যেটার মূল বক্তব্য ছিলো: নাস্তিক জর্জ কারলিন এখন নরকের আগুনে পুড়ে বারবিকিউ হচ্ছেন। একটা ব্যাপার অবশ্য বোঝা গেল না: শেষ বিচারের আগেই কেন তাঁকে নরকে পাঠানো হলো? নাকি "আগে মরিলে আগে পুড়িবেন" পদ্ধতিই এখানে প্রযোজ্য?
ইসলামে কথিত গোর-আজাব বিষয়েও একই প্রশ্ন জাগে। একজন অনেক আগে মৃত্যুবরণ করে কিয়ামতের দিন পর্যন্ত গোর-আজাবের মুখোমুখি হবে, আরেকজন কিয়ামতের দিন বাধ্যতামূলক মৃত্যুর পর গোর-আজাবহীন সরাসরি হাশরের ময়দানে! এ কেমন বিচারপদ্ধতি?
যাই হোক, সেই ভিডিওর প্রসঙ্গে ফিরে আসি। ইউটিউবার LordoftheJimmy সেই ভিডিওর সঙ্গে জর্জ কারলিনের কিছু ভিডিওর অত্যন্ত বুদ্ধিদীপ্ত মন্তাজ করেছেন। ঠিক যেন চার্চবার্তার জবাব দিচ্ছেন জর্জ কারলিন। খুবই উপভোগ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন