আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০১১

এইখানে বিনামূল্যে প্রার্থনার অর্ডার লওয়া হয়


ইংরেজিতে বলা হয়, If the mountain will not come to Mahomet, Mahomet must go to the mountain.

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আগের মতো লোকসমাগম চার্চে আর হচ্ছে না। আর তাই চার্চকে দৌড়তে হচ্ছে সেখানে, যেখানে লোকাধিক্য চার্চের চেয়ে বহুগুণে বেশি। জনবহুল এক শপিং মলের ভেতরে "প্রেয়ার স্টেশন" নামে একটি অংশ খোলা হয়েছে। সেখানে যে কেউ ঢুকে প্রার্থনা করতে পারে, প্রার্থনার অর্ডার দিতে পারে (আপনার হয়ে অন্য কেউ প্রার্থনা করে দেবে) ইত্যাদি ইত্যাদি।

প্রেয়ার স্টেশনে সমস্ত সেবা দেয়া হয় বিনামূল্যে । ভিডিওতে বিশদ দেখুন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন