বুধবার, ১৯ জানুয়ারী, ২০১১

যে দেশে শিশুর চেয়ে শিশুধর্ষকের মর্যাদা বেশি


দেশটির নাম ভ্যাটিকান। এই একই বিষয় নিয়ে বারবার লিখতে বিরক্ত লাগে। কিন্তু কিছু খবর চোখে পড়লে বা কানে এলে না লিখে পারা যায় না। 

১৯৯৭ সালে আইরিশ ক্যাথলিক চাচর্কে লেখা ভ্যাটিকানের একটি চিঠি ফাঁস হয়ে গেছে। তাতে আইরিশ বিশপদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে সব শিশুধর্ষণের ঘটনা পুলিশকে না জানাতে! 

শ্-শালারা! অথচ এরাই নিজেদের নৈতিকতার সোল এজেন্ট বলে দাবি করে থাকে! 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন