মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০১১

দাবি প্রমাণের দায়


ধর্মবিশ্বাসীরা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে নিদারুণভাবে ব্যর্থ হয়ে "ঈশ্বরের অস্তিত্ব নেই" প্রমাণের দায়িত্ব ছেড়ে দেয় অবিশ্বাসীদের ওপরে। ভণ্ডামির চূড়ান্ত! আরে ব্যাটা, তোদের দাবি, তোরা প্রমাণ করবি। করতে না পারলে সেই দাবিরে আমি কোথাও ঠ্যাকাই না!

এই বিষয়ে প্রিয় কমিক এডওয়ার্ড কারেন্ট বানিয়েছেন অনবদ্য একটি ভিডিও। অবশ্যদ্রষ্টব্য।

নিবেদিতপ্রাণ আস্তিক হবার ভান করে বড়ো অভিনবভাবে ধর্মবিশ্বাসকে কটাক্ষ করার এই ধরনটি আমার খুব পছন্দের।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন