সোমবার, ২৪ জানুয়ারী, ২০১১

অগণন নিদর্শনের একটি


বেশ আগে ছড়া লিখেছিলাম একখানা। তেমন পদের কিছু নয়, তবে এই পোস্টে তা প্রাসঙ্গিক হবে ভেবে তুলে দিচ্ছি:

মধুর স্বরে ঢালছে কানে কত্তো গুজুর-গুজুর
কাজ না হলে ভয় দেখাবে ইসলামী সব জুজুর
সুর করে বিসমিল্লা প'ড়ে
ছাত্রী-শিশুর* কোমর ধ'রে
বসায় নিজের কোলের ওপর আরবি পড়ার হুজুর

(* "ছাত্র-শিশুর"ও বলা যেতে পারে। বিশেষ করে নিচের খবরের পরিপ্রেক্ষিতে।)

একেবারে মসজিদের ভেতরে বারো বছর বয়সী এক বালককে ধর্ষণ করেছে বেয়াল্লিশ বছর বয়সী ইমাম। ছেলেটি তার কাছে আসতো সন্ধ্যাকালীন ধর্মশিক্ষার ক্লাসে। ক্লাস শেষে ইমাম ছেলেটিকে নানান ছুতোয় থেকে যেতে বলতো।

ছেলেটির পনেরো বছর বয়সী cousin-কেও ধর্ষণ করার চেষ্টা করেছে ইমাম সাহেব। 

কিন্তু সে কি আসলে দোষী? হয়তো সে এই পৃথিবীকেই বেহেশত ভেবে নিয়ে বালকদের গেলমান জ্ঞান করেছে। অথবা এমনও তো হতে পারে, পরকালে বেহেশতেবাসের ইহকালীন রিহার্সেল দিচ্ছিলো সে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন