মানুষকে বর্বর বানাতে ধর্মের জুড়ি নেই। ব্ল্যাসফেমি আইনবিরোধী পাকিস্তানের গভর্নরকে হত্যা করে খুনি এখন ধর্মীয় বীর! তার বিচারের সময় আইনজীবীরা তাকে বিনামূল্যে আইনী সহযোগিতা দেবে। তার পেছনে আছে প্রায় গোটা পাকিস্তান।
ইউটিউবে প্রাসঙ্গিক একটি ভিডিওর নিচে একটি মন্তব্য চোখে পড়লো:
"extremist muslims" - the active terrorists
"moderate muslims" - the supporters
কথাটা কতোখানি সত্য বলে মনে হয়?
অবশ্য ধর্মীয় বর্বরতার জন্য দেশ কোনও ফ্যাক্টর নয়। আমেরিকায় কংগ্রেস সদস্য গুলিবিদ্ধ হলে সেই ঘটনাকে সাধুবাদ জানায় এক ধর্মোন্মাদ। এক চার্চের প্রধান সে।
ছোট ছোট তিনখানা ভিডিও দেখুন এবং ভেবে বের করুন. ধর্মবিশ্বাসের সঙ্গে বর্বরতার দূরত্ব কতোটা। প্রথম ভিডিওর লিংক দিয়েছেন দ্রোহী। সেটির নাম: We Will Spread Blood Everywhere.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন