পাঁড় খ্রিষ্টীয় টিভি চ্যানেল ফক্স নিউজের (উপস্থাপিকাদের মুখে মার্কিনী উচ্চারণে "ফাক্স নিউজ" শুনতে বেশ লাগে বলে জানিয়েছেন হাঁটুপানির জলদস্যু) সবচাইতে ডাকসাইটে উপস্থাপক হিসেবে বিল ও'রেইলি খ্রিষ্টানদের কাছে পরিচিত। সম্প্রতি তিনি স্টুডিওতে ডেকেছিলেন Amrican Atheists-এর সভাপতি ডেভিড সিলভারম্যানকে। উপলক্ষ: নাস্তিকেরা আরও একটি বিলবোর্ড ঝুলিয়েছে।
বিতর্কের এক পর্যায়ে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে বিল ও'রেইলি পাড়লেন জোয়ার-ভাটার কথা। অর্থাৎ জোয়ার-ভাটা যেহেতু নিখুঁত সময় অনুসারে সংঘটিত হয় এবং তার কোনও ব্যতিক্রম নেই, সেটাই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ। যুক্তি হিসেবে এই বক্তব্য কতোটা হাস্যোদ্রেককারী, সে প্রসঙ্গে না গিয়ে উপস্থাপকের জ্ঞানের পরিধি নিয়ে চিন্তা করা যাক। স্কুল পাস করা যে কোনও ব্যক্তি অনিবার্যভাবে জানে জোয়ার-ভাটার কারণ। অথচ তিনি তা জানেন না? নাকি জানলেও আস্থা নেই বিজ্ঞানের বিশ্লেষণে?
কমেডি সেন্ট্রাল টিভি চ্যানেলের উপস্থাপক স্টিফেন কোলবার্ট যেভাবে পচালেন বিল ও'রেইলির এই বক্তব্যকে, তা এক কথায় অতুলনীয়। আস্তিকীয় সমস্ত যুক্তিকে একবাক্যে প্রকাশ করলেন কোলবার্ট: There must be a God because I don't know how things work.
তারপর তিনি জানালেন জোয়ার-ভাটার সত্যিকারের কারণ: ঈশ্বর গোসল করতে নামলে জোয়ার আসে, আর ভাটা নামে ঈশ্বর পানি ছেড়ে উঠলে; এবং তিনি দিনে দু'বার গোসল করেন
প্রভূতআনন্দদায়ী ভিডিও। না দেখলে চরম মিস!
কোনও কোনও দেশ থেকে ওপরের ভিডিও দেখা সম্ভব না-ও হতে পারে। সেক্ষেত্রে আমেরিকান প্রক্সি সার্ভার ব্যবহার করুন। ভিডিওর লিংক: http://www.colbertnation.com/the-colbert-report-videos/370183/january-06-2011/bill-o-reilly-proves-god-s-existence---neil-degrasse-tyson
এমএসএনবিসি চ্যানেলের স্পষ্টভাষী বলিষ্ঠকণ্ঠ উপস্থাপক কীথ ওলবারম্যানও ব্যঙ্গ করতে পিছপা হলেন না:
কমেডি সেন্ট্রাল টিভি চ্যানেলের উপস্থাপক স্টিফেন কোলবার্ট যেভাবে পচালেন বিল ও'রেইলির এই বক্তব্যকে, তা এক কথায় অতুলনীয়। আস্তিকীয় সমস্ত যুক্তিকে একবাক্যে প্রকাশ করলেন কোলবার্ট: There must be a God because I don't know how things work.
তারপর তিনি জানালেন জোয়ার-ভাটার সত্যিকারের কারণ: ঈশ্বর গোসল করতে নামলে জোয়ার আসে, আর ভাটা নামে ঈশ্বর পানি ছেড়ে উঠলে; এবং তিনি দিনে দু'বার গোসল করেন
প্রভূতআনন্দদায়ী ভিডিও। না দেখলে চরম মিস!
কোনও কোনও দেশ থেকে ওপরের ভিডিও দেখা সম্ভব না-ও হতে পারে। সেক্ষেত্রে আমেরিকান প্রক্সি সার্ভার ব্যবহার করুন। ভিডিওর লিংক: http://www.colbertnation.com/the-colbert-report-videos/370183/january-06-2011/bill-o-reilly-proves-god-s-existence---neil-degrasse-tyson
এমএসএনবিসি চ্যানেলের স্পষ্টভাষী বলিষ্ঠকণ্ঠ উপস্থাপক কীথ ওলবারম্যানও ব্যঙ্গ করতে পিছপা হলেন না:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন