আহা! ইসলামী শান্তির মনোহর মহিমায় মুগ্ধ, মোহিত আমি!
ব্ল্যাসফেমি আইনের সরব বিরোধিতাকারী পাঞ্জাবের গভর্নরকে হত্যা করে খুনি এখন বীরের মর্যাদা পাচ্ছে পাকিস্তানে। সেখানে ইসলামের পাঁচশো পণ্ডিত ও মোল্লা সেই হত্যাকারীকে "গাজী" (ইসলামের যোদ্ধা) আখ্যা দিয়েছে। এবং তারা হুমকি দিয়ে বলেছে, মৃত গভর্নরের প্রতি কেউ সহানুভূতি জানালে সেটাকে ব্ল্যাসফিমাস কর্মকাণ্ড বলে গণ্য করা হবে।
এদিকে খোমাখাতায় হত্যাকারীর প্রশস্তিমণ্ডিত সাইটে সদস্য সংখ্যা প্রায় দু'হাজারে পৌঁছে গেছে (৫ তারিখে পত্রিকায় প্রকাশিত খবর)।
প্রাসঙ্গিক একটি রিপোর্ট দেখুন। বিবিসি-র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন