ধর্ষিতা হবার "অপরাধে" মেয়ের শাস্তি শুধু ইসলামী আইনেই সম্ভব। সৌদি আরবে ২৩ বছর বয়সী এক মেয়েকে পাঁচজন পুরুষ ধর্ষণ করার পরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অপরাধ নিশ্চয়ই নারীর! আর তাই ন্যায়বাদী ইসলামী বিচারবিধান প্রয়োগ করে মেয়েটিকে এক বছরের জেল দেয়া হয়েছে। এছাড়া সন্তান প্রসবের পর তাঁকে একশোবার বেত্রাঘাতও করা হবে।
উল্লেখ করা প্রয়োজন, বেত্রাঘাতের নির্দেশ সন্তানজন্মদানের পরে পালিত হবার মানবিক নিদর্শন স্থাপন করে গেছেন নবীজি স্বয়ং।
Imran b. Husain reported that a woman from Juhaina came to Allah’s Apostle (may peace be upon him) and she had become pregnant because of adultery. She said: Allah’s Apostle, I have done something for which (prescribed punishment) must be imposed upon me, so impose that. Allah’s Apostle (may peace be upon him) called her master and said: Treat her well, and when she delivers bring her to me. He did accordingly. Then Allah’s Apostle (may peace be upon him) pronounced judgment about her and her clothes were tied around her and then he commanded and she was stoned to death.
বলেন, আলহামদুলিল্লাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন