বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০১১

ঈশ্বর হালায় কী করতেসিল এই টাইমে? – ০২


এক চিড়িয়াখানায় সিংহদের খাঁচায় ঢুকে পড়েছিল এক ধর্মপ্রচারক (ধর্মপচারক নয়, খিয়াল কৈরা! তার মাথায় অন্তত ওই ঘিলুটুকু আছে।)। খুব সম্ভব, তার ধারণা ছিলো, ঈশ্বরে বিশ্বাস থাকলে ভয়ের কিছুই নেই। নিশ্চয়ই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ত্রাণকর্তা - ঈশ্বর। তো সে খাঁচায় ঢুকে দু'হাত নেড়ে কীসব বলতে শুরু করলো সিংহদের উদ্দেশে। কিন্তু ঈশ্বর বিষয়ে সিংহরা অজ্ঞ বিধায় তারা নির্দ্বিধায় ধর্মপ্রচারককে আক্রমণ করে বসলো। সেই সময়ে ঈশ্বর কেন নিষ্ক্রিয় ছিলেন, তা তিনিই জানেন। তবে তিনি তাঁর পেয়ারে বান্দাকে রক্ষা করার বিন্দুমাত্র চেষ্টা করেননি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সময়মতো পদক্ষেপ না নিলে ধর্মপ্রচারকের ধর্মপ্রচারোদ্যোগ তার পৃষ্ঠদেশনিম্নবর্তী রন্ধ্র দিয়ে প্রবিষ্ট হয়ে যেতো।

জোর করে ধর্মবিশ্বাস চাপিয়ে দেয়ার ব্যাপারটি সিংহদেরও পছন্দ নয় 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন