আরব আমিরাতের রাজা-বাদশাহদের আয়োজিত রাজকীয় উটের দৌড়ে উট-জকির বয়স হতে হবে কমপক্ষে ১৫ বছর। অন্তত তেমন আইনই পাস করা হয়েছিল পশ্চিমা দেশগুলোর চাপে।
কিন্তু তাতে কী! কঠোর গোপনীয়তার মধ্যে মূলত বাংলাদেশ ও পাকিস্তান থেকে চোরাই উপায়ে অথবা কিনে নিয়ে আসা শিশুরা এখনও ব্যবহৃত হচ্ছে এই কাজে। ৩ বছর বয়সের শিশুরাও আছে। জকির ওজন যতো কম হবে, ততো দ্রুত হবে উটের গতি। আর তাই কম বয়সী, হালকা-পাতলা শিশুরাই উট-জকি হবার জন্য সবচেয়ে উপযুক্ত বলে গণ্য করা হয়ে থাকে। এই শিশুদের ওজন যথাসম্ভব কম রাখতে তাদের মূলত অর্ধভুক্ত রাখা হয়। তাদের থাকার পরিবেশ অমানবিক। আর উপরি হিসেবে প্রশিক্ষকদের নির্যাতন, যৌনউৎপীড়ন তো আছেই।
গোপন ক্যামেরা দিয়ে তোলা ভিডিও দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন