শুক্রবার, ৭ জানুয়ারী, ২০১১

বৃষবিষ্ঠা বা বল্দার্গু – ০৮


(ধর্মের সঙ্গে আপাত সম্পর্কহীন এই সিরিজটি ধর্মকারীতে প্রকাশের কারণ একটিই: তথ্য-প্রমাণহীন যে কোনও বিশ্বাসের প্রচার ও প্রসার ক্ষতিকারক। ধর্মসহ এই জাতীয় যাবতীয় অপবিশ্বাস থেকে মুক্ত হতে পারলেই নিজেকে প্রকৃত মুক্তমনা বলা যেতে পারে। তার আগে নয়।)

Penn & Teller জুটির উপস্থাপিত ব্যঙ্গ-বিদ্রূপবহুল ব্যাশিং টিভি-সিরিজ "বুলশিট"-এর এই পর্বের (তিরিশ মিনিট) বিষয়বস্তু: যোগ ব্যায়াম, তান্ত্রিক সেক্স

স্রেফ শরীরচর্চার একটি ধরন হলে যোগ ব্যায়াম বিষয়ে কোনও আপত্তি নেই। শরীরের অনেক সমস্যা দূর করতেও হয়তো তা সহায়তা করে, যেমন করে থাকে ব্যায়ামের অন্য ধরনগুলো। যোগব্যায়াম, ধরে নেয়া যাক, একটু বেশিই করে। কিন্তু সমস্যা হলো, যোগ ব্যায়াম, দাবি করা হয়ে থাকে, ব্যায়ামের চেয়ে অনেক বেশি কিছু। দাবিটি কেন ভিত্তিহীন, তা বুঝিয়ে দিচ্ছেন এই দু'জন। আর তান্ত্রিক সেক্স অংশটি কিন্তু বড়োদের জন্য! ইমোটা খিয়াল কৈরা! 



* বুলশিটের বাংলা প্রতিশব্দ দু'টি বের করেছেন ব্লগার হিমু (হাঁটুপানির জলদস্যু)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন